[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মানুষের পাশে মানুষ - মানব কল্যাণ ফাউন্ডেশনের খাবার বিতরণ কর্মসূচি

লালপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

মানবিক সহায়তার অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন।

সোমবার (১২ জানুয়ারি) রাতের বেলায় লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকায় অবস্থানরত গরিব, দুঃখী ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

শীতের এই সময়ে রাতের আঁধারে এমন উদ্যোগ তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে।

মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।


স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর