নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে আনা ভারতীয় গরুর একটি বড় চালান জব্দ করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার নৈহাটি বাজার থেকে বিক্রির উদ্দেশ্যে আনা মোট ৩২টি ভারতীয় গরু আটক করা হয়।
থানা পুলিশ ও বাজার কমিটির সূত্র জানায়, ছয়টি মিনি ট্রাকে করে গরুগুলো রাতের আঁধারে নৈহাটি গরুর হাটে প্রবেশ করানো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার একটি দল অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে এবং সংশ্লিষ্ট মালিককে আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী ও স্থানীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐতিহ্যবাহী এই হাটে এত বড় পরিমাণ ভারতীয় গরু আসার ঘটনায় স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে।
তারা মনে করছেন, এ ধরনের গরু বাজারে প্রবেশ করলে দেশীয় খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
পুলিশ জানায়, জব্দকৃত গরুগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর
মন্তব্য করুন: