ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬ – আবহাওয়া অধিদপ্তরের
তথ্যানুসারে দেশের আট জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞ এ কে এম নাজমুল হকের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শৈত্যপ্রবাহ বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় প্রবাহিত হচ্ছে।
দেশের নদী অববাহিকায় রাত থেকে সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ এবং কুয়াশার পরিস্থিতি মূলত একইরকম থাকবে।
বিশেষ করে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এসআর
মন্তব্য করুন: