নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত
মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার সংলগ্ন মেসার্স জাহেদুল ট্রেডার্সে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম নামে ওই ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বিসিআইসি অনুমোদিত দামের তুলনায় বেশি মূল্যে কৃষকদের কাছে রাসায়নিক সার বিক্রি করছিলেন ওই ডিলার।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: