[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম

বাংলাদেশের ১৩টি জেলার ওপর বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে আগামী কয়েক দিনে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলেও দেশের অন্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, সোমবার (১২ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত সময়ে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা থাকবে।

এছাড়া, বুধবার থেকে বৃহস্পতিবারের দিকে দেশের কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকলেও কোথাও কোথাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর