আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে বরিশালে এখন ব্যস্ততার চূড়ায় পৌঁছেছেন মৃৎশিল্পীরা।
নিখুঁত কারুকাজ ও দক্ষ হাতে তারা তৈরি করছেন বিভিন্ন আকার ও নকশার সরস্বতী প্রতিমা।
তুলির ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিদ্যার দেবীর মুখাবয়ব।
বরিশাল সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শংকর মঠ মন্দির প্রাঙ্গণে চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। দিন-রাত একটানা পরিশ্রম করে মাটি দিয়ে দেবীর অবয়ব গড়ে তুলছেন কারিগররা। পূজার সময় যত ঘনিয়ে আসছে, ততই বেড়ে চলেছে তাদের কর্মব্যস্ততা।
এ বছর দুই থেকে তিন শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধিকাংশ প্রতিমার কাঠামোগত কাজ শেষ, বর্তমানে চলছে রং ও সাজসজ্জার কাজ।
মৃৎশিল্পীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সেই তুলনায় প্রতিমার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে রয়েছে হতাশা।
এদিকে ভক্তদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিদ্যার দেবী সরস্বতীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শিশু থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সী মানুষ জ্ঞান ও শিক্ষার আশীর্বাদ লাভের প্রত্যাশায় অধীর আগ্রহে পূজার দিন গণনা করছেন।
চারপাশজুড়ে আনন্দঘন পরিবেশ, আর সবার প্রত্যাশা—শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে এবারের সরস্বতী পূজা।
এসআর
মন্তব্য করুন: