পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে—এমন তথ্য সঠিক নয় বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)
শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন এ বিষয়ে তাদের অবস্থান জানায়।
প্রেস নোটে বলা হয়, এই দুটি আসনের নির্বাচন স্থগিত হয়নি।
পাশাপাশি এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয় এবং ইতোমধ্যে প্রকাশিত ভুল তথ্য সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানায় ইসি।
এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়।
পরে বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেবল এই দুটি আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে, তবে নির্বাচন বাতিল বা স্থগিত করা হয়নি।
উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
পরে এক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের কার্যকারিতা স্থগিত করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলাকে সম্পূর্ণভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়।
এসআর
মন্তব্য করুন: