[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিড়ি প্রসঙ্গের বক্তব্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ফয়জুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক তার সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সৃষ্ট আলোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, গ্রামে গিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করেই কথা বলেন। তার ভাষায়, দাড়িওয়ালা বা দাড়িবিহীন, তাবলিগ, তরিকা কিংবা হেফাজতের অনুসারী— এমনকি বিড়ি খাওয়া বা না খাওয়া— সবাই তার ভোটার।
তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল এই বিষয়টি বোঝানো যে, যারা বিড়ি বা সিগারেট সেবনে অভ্যস্ত, তারাও যদি দোকানে বসে সেই অভ্যাসের মধ্যেই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নেন, তাহলে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আল্লাহ চাইলে এমন মানুষকেও সঠিক পথে পরিচালিত করতে পারেন বলেই তিনি মন্তব্য করেছিলেন।
ড. ফয়জুল হক আরও বলেন, অনেকে তার বক্তব্যের অর্থ ভুলভাবে বুঝেছেন। তবে সম্পূর্ণ বক্তব্য তার ফেসবুক পেজে দেওয়া আছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সব শ্রেণির মানুষের প্রতিনিধি হতে চান এবং সেই কারণেই বিভিন্ন শ্রেণির মানুষকে সামনে রেখেই কথা বলেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, একজন বিড়ি সেবনকারী মানুষ কি তার কাছে ভোট চাইতে পারবেন না বা তিনি কি ভোটার নন? এই জায়গা থেকেই তিনি বক্তব্যটি দিয়েছেন বলে ব্যাখ্যা করেন। তার মতে, আল্লাহ চাইলে যে কাউকে পরিবর্তন করতে পারেন এবং সেই বিশ্বাস থেকেই তিনি এমন কথা বলেছেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিড়ি প্রসঙ্গটি উল্লেখ করেন তিনি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর