কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো যানবাহনে ছড়িয়ে পড়ে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে এক নারী, এক পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত একাধিক ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: