[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মৃদু শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, কুড়িগ্রামে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ৯:২৪ এএম

সকালে রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার সর্বনিম্ন

তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৯ শতাংশ।
গত কয়েক দিন ধরে কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষজন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক নওশাদ আলী (৫৫) জানান, তিনি ২০ শতাংশ জমিতে বেগুনের চাষ করেছেন। সাধারণত সপ্তাহে দুবার ফসল তুললেও প্রচণ্ড ঠাণ্ডার কারণে এখন তা সম্ভব হচ্ছে না। শীতের প্রভাবে গাছ ও ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগুন নষ্ট হলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
একই উপজেলার পৌর এলাকার জলিল বিড়ির মোড়ের বিড়িশ্রমিক আসাদুল মিয়া বলেন, কুয়াশা আর শীতের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বাইরে না গেলে কাজ করা যায় না, আর কাজ না হলে সংসার চালানোও অসম্ভব হয়ে পড়ে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর