ঋণ খেলাপি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নিজের ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ, তাদের জনগণের সেবা করার কোনো নৈতিক অধিকার নেই। তিনি অভিযোগ করেন, বিপুল অঙ্কের ঋণ আত্মসাৎকারী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় তিনি বলেন, ঋণ খেলাপি ও চাঁদাবাজদের সংসদে প্রবেশ রোধ করতেই হবে। এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্বাচিত হোন বা না হোন—যারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, তাদের বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়ে যাবেন। জনগণের কষ্টার্জিত করের টাকা বিদেশে পাঠানোর সুযোগ আর দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
চাঁদাবাজদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, একজন দুর্নীতিবাজের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার চেয়ে সাধারণ মানুষের সহায়তা নিয়ে রাজনীতি করাই সম্মানজনক। প্রয়োজন হলে জনগণের দ্বারেই সাহায্য চাইবেন বলে জানান তিনি।
তিনি দাবি করেন, দেবিদ্বারের সাধারণ মানুষ তার পক্ষে ঐক্যবদ্ধ হলেও কিছু প্রভাবশালী গোষ্ঠী ও বিদেশি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই তাদের দমাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
সভায় তিনি প্রয়াত ‘হাদি ভাই’-এর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং ঋণ খেলাপি এমপিদের বিরুদ্ধে সংসদে কঠোর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, তার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
সভায় আরও বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিন, পৌর জামায়াতের আমির মো. ফেরদাউস আহমেদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক রস্তম খান।
এসআর
মন্তব্য করুন: