সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গুদাম থেকে আগুন বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গুদামের ভেতরে থাকা শুকনো ঝুট ও তুলার কারণে অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৫টা ৩৫ মিনিটেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মানুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নেভাতে ছয়টি ইউনিট সক্রিয় রয়েছে এবং সতর্কতা হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। আগুনের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।
এসআর
মন্তব্য করুন: