[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ছয় মোটর শ্রমিক পরিবারে কুদ্দুস আলীর আর্থিক সহায়তা

শার্শা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৭:৩৭ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া–নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ছয়জন প্রয়াত মোটর শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের কাছে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি প্রয়াত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।


এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু ছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


অনুষ্ঠান শেষে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর