আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ ধাপের ২৪-২৫তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে শান্ত পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা অপরিহার্য।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, দায়িত্ব ও করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, এই তিন দিনব্যাপী প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ১০৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: