রাজশাহীতে তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ছিল মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও হাড়কাঁপানো শীতের কারণে শহরের জনজীবন তীব্রভাবে প্রভাবিত হয়েছে।
পূর্বের দিন, সোমবার (৫ জানুয়ারি), সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ১৯.৫ ডিগ্রি। তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র ৮.৫ ডিগ্রি, তবে বিশেষ করে রাতের তাপমাত্রা কম থাকার কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয় হওয়ার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
জেলার শহর ও গ্রাম—সব জায়গাতেই কনকনে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, ফলে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।
দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এই শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। স্থানীয় রিকশাচালক আব্দুল কুদ্দুস জানান, “সকালে ও বিকালে হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না। এখনও মাঘ মাস আসেনি, তারপরও এতো শীত।”
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, “আজ সকাল ৬টায় তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।”
এসআর
মন্তব্য করুন: