[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মানিকগঞ্জের ৩ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ২:১৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করা হয় এবং বাকি ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।


মানিকগঞ্জ–১ আসনে জমা পড়া ৯টি মনোনয়নের মধ্যে ২টি বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতার দল–এর প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।


মানিকগঞ্জ–২ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। এরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান।


মানিকগঞ্জ–৩ আসনে দাখিল হওয়া ১২টি মনোনয়নপত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।


এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, সব মনোনয়নপত্র বিধি অনুযায়ী বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে।

তবে যেসব প্রার্থী আপত্তি বা অসন্তোষ রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর