[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

দেশে স্বাভাবিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৮:৩৮ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য

প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাঠপর্যায়ে জনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে একটি সুন্দর, স্বাভাবিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের পিতা হোছাইন আহমদের কবরেও শ্রদ্ধা জানান।
এ্যানি বলেন, দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন এবং কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। নারী-পুরুষ, বয়োজ্যেষ্ঠ ও তরুণ—সব শ্রেণির মানুষের কাছে ভোট চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণের এই ইতিবাচক সাড়া দলকে আরও অনুপ্রাণিত করছে। অতীতেও তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার মানুষের স্বার্থে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে এ্যানি বলেন, তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন এবং অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মৃত্যুতে দেশ-বিদেশে ব্যাপক শোক প্রকাশ পেয়েছে এবং জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। তিনি ছিলেন আপসহীন ও গণতন্ত্রকামী এক নেত্রী।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর