[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বরিশাল-৩ আসন

বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের বছরে আয় ৭০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৭:২৩ পিএম

বরিশাল-৩ আসনে বিএনপি প্রার্থীর আয়-সম্পদের তথ্য প্রকাশ


বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই প্রক্রিয়ায় দাখিল করা হলফনামা ও আয়কর নথি থেকে তার আয় ও সম্পদের বিস্তারিত তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, জয়নুল আবেদীনের মোট সম্পদের আনুমানিক মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকারও বেশি। তার স্ত্রীর নামে থাকা সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
আর্থিক হিসাবে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে জয়নুল আবেদীনের নামে জমা রয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। তার স্ত্রীর ব্যাংক জমার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। নগদ অর্থ হিসেবে তিনি প্রায় ৩৪ হাজার টাকা এবং তার স্ত্রী প্রায় ৯ লাখ ২৬ হাজার টাকা দেখিয়েছেন।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত মিলিয়ে তার বিনিয়োগ রয়েছে প্রায় ৪৩ লাখ টাকা। তার স্ত্রীর নামেও বীমা ও সঞ্চয়পত্রসহ বিভিন্ন খাতে ১২ লাখ টাকার বেশি জমা রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে ঢাকার ইস্টার্ন প্লাজায় প্রায় ১ হাজার ১৭৫ বর্গফুট আয়তনের একটি ভবনের মালিকানা রয়েছে তার। সাভারে তার নামে ২৭ শতাংশ জমি আছে। পারিবারিক সূত্রে প্রাপ্ত কৃষিজমির পরিমাণ ৩ একরের বেশি।
মুলাদী উপজেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ৪৯ শতাংশ জমির ওপর বসতভিটা এবং বরিশাল নগরীতে উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি ও ভবনের মালিকানাও রয়েছে তার নামে। পাশাপাশি যৌথ মালিকানাধীন একটি বড় সম্পত্তির অর্ধেক অংশের মালিক তিনি, যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
আয়ের হিসাবে তিনি কৃষি থেকে বছরে ৮০ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে প্রায় ২৭ লাখ ৫৭ হাজার টাকা এবং আইন পেশা ও চাকরি থেকে প্রায় ৩৬ লাখ টাকা আয় দেখিয়েছেন। সব মিলিয়ে তার বার্ষিক মোট আয় প্রায় ৭০ লাখ ৫৬ হাজার টাকা।
মনোনয়ন বৈধ হওয়ার পর জয়নুল আবেদীন বলেন, তিনি আশাবাদী যে বরাবরের মতো এলাকার জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর