যশোরে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া এনাম সিদ্দিকির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকি ওই এলাকার বাসিন্দা এবং মৃত খন্দকার আমিনুল্লাহর সন্তান।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সকালে হাঁটাহাঁটি করতে বাড়ি থেকে বের হলে এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার পথরোধ করে।
একপর্যায়ে তারা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার ডান বুকে, বাঁ হাতের অংশ ও কাঁধে একাধিক আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
পরে স্বজনেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত।
এ ঘটনায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা করেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: