সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল
বেঙ্গল টাইগার
সুন্দরবনের গভীর বনাঞ্চলে হরিণ শিকারের জন্য পাতা অবৈধ ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকে পড়েছে। ঘটনাটি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বৈদ্ধমারী এলাকার কাছাকাছি শরকির খাল সংলগ্ন বনে ঘটেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে। বাঘটি বনাঞ্চলের ভেতরে খালপাড় থেকে কিছুটা দূরে ফাঁদে আটকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে, যাতে মানুষ বা বন্যপ্রাণীর কোনো ঝুঁকি না হয়।
বাঘটিকে নিরাপদে মুক্ত করতে বন বিভাগ বিশেষজ্ঞদের সহায়তায় উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে বাঘটিকে সাময়িকভাবে অচেতন করার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো আঘাত ছাড়াই ফাঁদ থেকে মুক্ত করা যায়। ঢাকা থেকে অভিজ্ঞ পশু চিকিৎসক আনার ব্যবস্থাও করা হয়েছে।
বন কর্মকর্তারা জানান, যদি বাঘটি আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়, তবে তাকে চিকিৎসার জন্য বন বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হবে। একই সঙ্গে এলাকায় অবৈধ শিকার বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে।
খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কিছু মানুষ বনাঞ্চলের কাছে ভিড় করলেও নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।
এসআর
মন্তব্য করুন: