[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস, বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ৭:৫০ পিএম

আগামী কয়েক দিনে দেশের আবহাওয়ায় শীতের অনুভূতি

আরও বাড়তে পারে। বিশেষ করে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সামনের কয়েক দিন সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, অভ্যন্তরীণ নৌ চলাচল ও বিমান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে।
রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে। এসব এলাকার পাশাপাশি অন্যান্য স্থানেও কুয়াশার প্রভাবে শীত বেশি অনুভূত হতে পারে।
আগামী রোববার ও সোমবার রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি বাড়তে পারে।
পরবর্তী দিনগুলোতেও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে। তবে পূর্বাভাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর