[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সারিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার মধ্য দিয়ে সারিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: কাজী জহুরুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


এই নিউজ টা যাতে কপিরাইট না খায় সেভাবে মডিফাইড করে দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর