[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ২:২৫ পিএম

প্রতীকি ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কিচক বাজার এলাকার গোপীনাথপুর নয়াপাড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শিবগঞ্জ উপজেলার মাটিয়ান ৪৬ (চল্লিশ ছত্র) গ্রামের বাসিন্দা আজিজার রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুমন মোটরসাইকেল নিয়ে কিচক বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।

গোপীনাথপুর নয়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর ট্রাকটি চালকসহ দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সুমনের অকাল মৃত্যুতে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এলাকাবাসীও দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর