উত্তরের জেলা জয়পুরহাটে কয়েকদিন ধরে বইছে হিমেল হাওয়া।
সঙ্গে ঘন কুয়াশা ও তাপমাত্রার তীব্র পতনে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
শীতের এই কঠিন সময়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষদের। তাদের কষ্ট লাঘবে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ‘বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশন’—জয়পুরহাট জেলা শাখা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় দরিদ্র ও অসহায়দের হাতে নতুন উষ্ণ কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কনকনে শীতে উষ্ণ কম্বল পেয়ে বৃদ্ধ ও অসহায় অনেক মানুষের মুখে স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়পুরহাটে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষের দুর্ভোগও তীব্র আকার ধারণ করেছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রকৃত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে শীতের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, এই কার্যক্রম শুধু শহরকেন্দ্রিক নয়; পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও সুধী সমাজ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসআর
মন্তব্য করুন: