তীব্র শীতে বিপর্যস্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল, হতদরিদ্র মানুষসহ এতিমখানা ও বৃদ্ধাশ্রমে অবস্থানরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
গত কয়েক দিন ধরে নান্দাইলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হতে পারছেন না।
এই অবস্থায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নান্দাইল রোড রেলওয়ে স্টেশন, বাস যাত্রী ছাউনি, আশ্রয়ন প্রকল্প এলাকা, এতিমখানা, মাদ্রাসার বোর্ডিং এবং বৃদ্ধাশ্রমে গিয়ে শীতার্তদের হাতে নিজে কম্বল তুলে দেন ইউএনও ফাতেমা জান্নাত।
স্থানীয়দের ভাষ্য, রাতের আঁধারে সরাসরি শীতার্ত মানুষদের খোঁজ নিয়ে কম্বল বিতরণ করায় অনেকেই স্বস্তি ফিরে পেয়েছেন।
এ বিষয়ে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে কম্বল বরাদ্দ পাওয়া গেছে, তা প্রকৃতভাবে অসহায় ও শীতকাতর মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। শীতের তীব্রতা যতদিন থাকবে, এই মানবিক উদ্যোগ ততদিন অব্যাহত থাকবে।
তবে স্থানীয় মানবাধিকার সংগঠন ও এলাকাবাসীর দাবি, উপজেলায় শীতার্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম।
তারা দ্রুত অতিরিক্ত কম্বল বরাদ্দের মাধ্যমে শীতার্তদের দুর্ভোগ লাঘবের আহ্বান জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: