[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

দিনাজপুরের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৯:৫৫ পিএম

দিনাজপুর সদর উপজেলার ইউএনও তমালিকা পাল কম্বল বিতরণ করছেন- প্রতিদিনের বাংলা

কনকনে শীত ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর।

তীব্র শীতের কারণে সীমান্তবর্তী এলাকার অসহায় ও অতিদরিদ্র মানুষ চরম কষ্টে দিন পার করছেন। শীত থেকে রক্ষা পেতে অনেকেই একটি কম্বল বা শীতবস্ত্রের আশায় দিন কাটাচ্ছেন।

এমন পরিস্থিতিতে দিনাজপুর জেলা প্রশাসনের দিকনির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী ১০ নম্বর কমলপুর ইউনিয়নের অজপাড়া গ্রামে আদিবাসী শিং সম্প্রদায়ের পরিবার ও অন্যান্য অতিদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রায় ৫০টি পরিবারকে শীত নিবারণের জন্য কম্বল প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, প্রশাসনের এই সহায়তা শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর