[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৮:২৫ এএম

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটের কাছে

বাঁকখালী নদীতে নোঙর করা একটি সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন লাগে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।
শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নেভানোর কার্যক্রম চালানো হয়েছে এবং এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা পর্যটকরা সবাই নিরাপদে রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর