[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৯:১১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য

প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট গ্রহণ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার মেয়ে জাইমা রহমান।

একটি ফেসবুক পোস্টে জাইমা রহমান উল্লেখ করেন, তার বাবা কিছুক্ষণ আগেই ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন। এর আগে লন্ডন থেকে কূটনৈতিক সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন জমা দেওয়া হয়েছিল।

দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। তিনি নিজেও যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। বিএনপির মহাসচিবসহ একাধিক শীর্ষ নেতা আগেই এ বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি লন্ডন থেকে যাত্রা করবেন। ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে। সফরসূচি অনুযায়ী, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে সিলেট হয়ে ঢাকায় আসবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর