বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা
জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় চেয়ারপার্সনের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডা. জাহিদ হোসেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এসআর
মন্তব্য করুন: