[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদির মৃত্যুতে দল মত নির্বিশেষে শোকে স্তব্ধ সবাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৩:১২ পিএম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও

রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। তার এই অকাল প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনগুলো শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ব্যক্তিগতভাবে শোক জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বিভিন্ন রাজনৈতিক নেতার ভাষ্যে, শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলি করে আহত করা হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারা এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতার ফল হিসেবে আখ্যা দেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের সহযোদ্ধার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানায়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শোকবার্তায় বলেন, হাদির মৃত্যুতে দেশ একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠকে হারিয়েছে। বিচার বিভাগের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।

এছাড়া সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠনও শোকবার্তায় অংশ নেয়।

উল্লেখ্য, জুলাইয়ের গণআন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সর্বত্র শোকের আবহ লক্ষ্য করা যাচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর