[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াত আপসহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৯:০৬ এএম

ভারতের আঞ্চলিক অখণ্ডতা বিষয়ে কিছু বক্তব্যের সঙ্গে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর প্রচেষ্টাকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, এ ধরনের অপপ্রচার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলা এবং হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা দলটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনপরিসরে ভারতের ভূমিকা নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটিও তারা লক্ষ্য করছে।

তিনি জানান, এই আলোচনার মধ্যেই কিছু ব্যক্তি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে মন্তব্য করেছেন এবং অনলাইন মাধ্যমে সেসব বক্তব্যের সঙ্গে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতি ভারতের আচরণ এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে অস্থিতিশীল করার যেকোনো তৎপরতার বিরুদ্ধে জামায়াতে ইসলামী শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে আসছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে তাদের দ্রুত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।

তবে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে বলেন, যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপসহীন অবস্থানে রয়েছে। এ বিষয়ে দলের নাম জড়িয়ে যে কোনো বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

বিবৃতির শেষাংশে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে দেশের জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় দলটি ভবিষ্যতেও দৃঢ় অবস্থান বজায় রাখবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর