ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক
প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে তার হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সরাসরি ঘাতক, সহযোগী ও পরিকল্পনাকারী—সবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিবের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ শোকবার্তা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আপসহীন মনোভাবসম্পন্ন একজন তরুণ সংগঠক ও সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে শরিফ ওসমান হাদি স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার সংগ্রামে তিনি ছিলেন সদা সচেতন ও সক্রিয়। রাজপথের আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার অবদান ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে।
ছাত্রদল আরও উল্লেখ করে, রাজনৈতিক ফ্যাসিবাদের পতনের পরও হাদি সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সংগ্রামে যুক্ত ছিলেন। ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে তার জীবনাবসান ঘটলেও তার আদর্শ ও সংগ্রামের চেতনা ভবিষ্যত আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংগঠনটি মনে করে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও এতে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শেষে ছাত্রদল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শাহাদাত বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এসআর
মন্তব্য করুন: