ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না।”
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, শরিফ ওসমান হাদিকে স্মরণ ও ধারণ করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে, একটি শক্তিশালী সাংস্কৃতিক (কালচারাল) ইস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলতে হবে, আজাদির প্রশ্নে আপসহীন থাকতে হবে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ অবস্থান বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মৃত্যু উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: