[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

হাদির খুনিদের হস্তান্তর না হলে লড়াই থামবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১:৪৯ এএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “হাদীকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে বাংলাদেশে হস্তান্তর করতে হবে।

তা না হলে স্বাধীনতাকামী জনগণের লড়াই থামবে না। আমাদের লড়াই আরও কঠোর থেকে কঠোরতর হবে।”

আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন, “শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা।

তারা ভুলে গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে জনগণ রক্ত দিয়েও হার মানেনি। আবারও মনে করিয়ে দিতে হবে, রক্ত ঝরলে দেশের মানুষের সঙ্গে কেউ টিকতে পারবে না।”

তিনি বলেন, হাদির লড়াই ছিল নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সেই লড়াইকে এগিয়ে নিতে হবে এবং কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা স্বার্থপর সুবিধাভোগী গোষ্ঠীর স্থান নেই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর