সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শুক্রবার সারাদেশের সকল মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আয়োজনের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ওসমান বিন হাদী ছিলেন জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক।
তার অবদান আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী দেশের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: