দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে পাঠান তারেক রহমান।
দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাইকমিশন তারেক রহমানের ট্রাভেল পাস সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল।
উল্লেখ্য, দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হয়নি।
গত বছর রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সে পথে যাননি।
এসআর
মন্তব্য করুন: