ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পৃথকভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তারা শাহবাগে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ চলাকালে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’—সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
এদিকে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ তাদের নিজস্ব ফেসবুক পেজে শরিফ ওসমান হাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করে। এক পোস্টে সংগঠনটি জানায়, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
এসআর
মন্তব্য করুন: