[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৭:২০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়েছে এবং তার পরিবারের একজন প্রতিনিধি হিসেবে তা সংগ্রহ করে নিয়ে গেছেন।

দীর্ঘদিন ধরেই ঠাকুরগাঁও-১ আসনটি মির্জা ফখরুলের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তার মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে নানা আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।

এ বিষয়ে নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, দলের মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে তিনি গর্বিত। তার ভাষ্য অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং ওই আসনে তার প্রভাব এখনও সুদৃঢ়। ভোটারদের সমর্থন পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নামও তিনি অন্তর্ভুক্ত করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর