জুলাই–আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে গ্রেফতারের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের ছাড়া মামলার অপর আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। অভিযোগপত্রে জুলাই–আগস্টের আন্দোলন দমন, শিক্ষার্থী হত্যা এবং ব্যাপক দমন-পীড়নের সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সহিংস দমন-পীড়ন চালায়, যার ফলে প্রাণহানি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।
প্রসিকিউশন পক্ষ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ পাওয়ায় ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এসআর
মন্তব্য করুন: