মহান বিজয় দিবসে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মেজর এম এ জলিল এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি টাঙানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীতে আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণআন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি টানিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন।
এ সময় আরিফ সোহেল বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পরবর্তী সংগ্রামে যাদের ভূমিকা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে—সেই বীর সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং বর্তমান সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণ করতেই আমরা এই বিজয় র্যালি ও কর্মসূচির আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী ন্যারেটিভের একচেটিয়া দখল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে অর্থবহ করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল মন্তব্য করেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে আওয়ামী লীগ নেতৃত্ব কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল।
তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো দল বা পরিবারের সম্পত্তি নয়; এটি ছিল এ দেশের সাধারণ মানুষের জনযুদ্ধ।
এসআর
মন্তব্য করুন: