[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

নতুন ব্যবস্থার রাজনীতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পুরোনো ব্যবস্থার রাজনীতি পরিহার করে নতুন ব্যবস্থার রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।

এই রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মামলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ম্যারাথন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “তারুণ্যের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত এই ম্যারাথন চলবে। যত বাধা ও ভয়ভীতি আসুক না কেন, আমরা থেমে যাব না।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের কারিগরি কারসাজি জনগণ মেনে নেবে না।

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে কোনো বিশেষ আনুকূল্য চায় না।

তবে কমিশন যদি কারো প্রতি পক্ষপাতিত্ব করে, তা বরদাস্ত করা হবে না। কালো টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

ইতিহাস প্রসঙ্গে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি অবিচার ও বৈষম্য সৃষ্টি করায় জনগণ প্রতিবাদে ফুঁসে উঠেছিল।

১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত নেতারা বৈষম্যহীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।

তিনি অভিযোগ করেন, বহুদলীয় গণতন্ত্র বাতিল করা হয়, সংবাদপত্র বন্ধ করা হয় এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।

রক্ষী বাহিনী গঠন করে নির্বিচারে হত্যাকাণ্ড ও নির্যাতন চালানো হয়। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে পরিবারতন্ত্রভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর