নির্বাচন নির্ধারিত সময়েই হবে—এ নিয়ে জনগণের ভয়ের কোনো
কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হবে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অতীতের সব আন্দোলনের মতো এবারও জনগণের ঐক্যই বিজয়ের মূল শক্তি।
আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি সাধারণ বা পরীক্ষামূলক নির্বাচন নয়, বরং দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন।
তারেক রহমান জানান, তিনি নিজেও নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিতে চান।
আগামী দশককে তিনি “রূপান্তরের দশক” আখ্যা দিয়ে তরুণ, নারী, কৃষক ও শ্রমজীবী মানুষের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার কথা বলেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে বলে সতর্ক করেন এবং ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন।
তিনি দাবি করেন, নির্বাচন ছাড়া সরকার বহাল থাকলে একটি স্বার্থান্বেষী চক্র লাভবান হবে।
বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের লেখা “একটি জাতির জন্ম” প্রবন্ধের প্রসঙ্গ তুলে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও করেন।
সভায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসআর
মন্তব্য করুন: