[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ইসলামবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না: মাওলানা মহিউদ্দিন রাব্বানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:১৮ পিএম

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন বা চুক্তি বাস্তবায়নের চেষ্টা করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।

তার দাবি, দেশের ধর্মপ্রাণ মানুষ এমন সিদ্ধান্ত বরদাশত করবে না।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শীর্ষ আলেমরা বক্তব্য দেন।

মাওলানা রাব্বানী বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়। তারপরও তারা কিছু গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের যে চুক্তি হয়েছে—তা অবিলম্বে বাতিল করতে হবে।”
তিনি আরও দাবি করেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে।

সবশেষে তিনি মুসলিম উম্মাহর স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর