[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

তারেক রহমানকে কটু্ক্তি করা শিক্ষককে নিঃশর্ত মুক্তির আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ২:৫২ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে গেলে এ সময় তাকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক এ কে এম শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এতে আরও বলা হয়, মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কে এম শহিদুল ইসলামের গ্রেপ্তার গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তাই তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর