দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিপুল জনসমাগম ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও ভালোবাসাকে তিনি জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় পর মাতৃভূমিতে ফিরে তিনি গভীরভাবে আপ্লুত।
সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা তার ও তার পরিবারের পাশে ছিলেন এবং আশা হারাননি, তাদের সাহস ও সমর্থন তাকে সবসময় শক্তি জুগিয়েছে। তিনি নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান।
এছাড়া এই ঐতিহাসিক মুহূর্তটি দেশ-বিদেশের মানুষের কাছে দায়িত্বশীলভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে তার দেশে ফেরা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আহ্বানকে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই তার লক্ষ্য—যেখানে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে।
পোস্টের শেষাংশে তারেক রহমান দেশবাসীর জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন বাংলাদেশ ও দেশের মানুষকে সবসময় তাঁর রহমতে রাখেন।
এসআর
মন্তব্য করুন: