[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

খালেদা জিয়া সংকটময় সময় পার করছেন- ডাঃ জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১:৫৭ এএম

সংগৃহীত ছবি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল।

তিনি বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, “স্বাভাবিকভাবে বলা যাবে না যে ম্যাডামের অবস্থার কোনো উন্নতি হয়েছে।

তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন।”
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটে।

পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয় বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর