বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট গঠন বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।
শনিবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত চিঠি প্রদান করেন। চিঠিতে সংশ্লিষ্ট নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোট গঠনের আলোচনা দলের একটি অংশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ কারণেই কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য লিখিতভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন।
চিঠিতে দলীয় আদর্শ, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: