[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

জারার পদত্যাগের পর এনসিপির তিন শীর্ষ নেত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৯:০৩ পিএম

সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী। তারা হলেন—দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’
নুসরাত তাবাসসুম লেখেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।’
অন্যদিকে ডা. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয়, তাদের স্যালুট।’
এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন তাসনিম জারা। সেখানে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তাসনিম জারা বলেন, তিনি খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে উঠেছেন এবং এলাকার মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার থেকে তিনি সরে আসেননি উল্লেখ করে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় সংগঠনিক কাঠামো ও প্রশাসনিক সহায়তা না থাকলেও জনগণের ওপরই তার একমাত্র ভরসা।
পোস্টে তিনি দুটি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইন অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হবে, যা একদিনে সম্পন্ন করা কঠিন।

এজন্য তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।
দ্বিতীয়ত, এর আগে যারা তার নির্বাচনী ফান্ডরেইজিংয়ে আর্থিক সহায়তা করেছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তারা চাইলে অর্থ ফেরত নিতে পারবেন বলে জানান তিনি।

বিকাশের মাধ্যমে দেওয়া অর্থ নির্দিষ্ট ফর্ম পূরণ করে ফেরত নেওয়ার সুযোগ থাকবে বলেও উল্লেখ করেন তাসনিম জারা।
পোস্টের শেষাংশে তিনি নিজেকে এলাকাবাসীর ‘ঘরের মেয়ে’ হিসেবে উল্লেখ করে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর