[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনে তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে—বাসা নম্বর এনই-ডি৩/বি, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। আর বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমণ্ডি আবাসিক এলাকার ১৫ নম্বর রোডের একটি বাসা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারা ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।
ইসি সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এর আগে চলতি বছরের জুন মাসে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন। ওই বাসাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান-২ এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন করার পরই তারেক রহমান ও জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইনের আওতায় এ প্রক্রিয়ায় কোনো আইনগত জটিলতা ছিল না।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর