[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

প্রথমবার কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৩:২৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই,

ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তিনি এই জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম শেষ করেন তারেক রহমান। পরে সেখান থেকে তিনি বনানীতে যান। কবর জিয়ারত শেষে তার ধানমন্ডিতে অবস্থিত শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। সে সময় তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে পারেননি। ফলে এই প্রথমবারের মতো তিনি তার ভাইয়ের কবর জিয়ারত করলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর